যে ঝড়ে ডুবে গেছে সমুদ্রগামী জাহাজ
সে জাহাজের নাবিক ছিলাম আমি...
অথচ আমার কোনো দুঃখ নেই
দুঃখ কখনও পুষে রাখতে নেই
কারণ দুঃখ পোষ মেনে গেলেই ঘোর বিপদ
পোষ মানানো দুঃখ কখনও ছেড়ে যেতে চাই না বেলা কিংবা অবেলায়।

••• অভিজিৎ হালদার •••