মানুষ মানুষকে ভুলে যায় দিন শেষে
থাকে না কোনো সময় বাকী
প্রশ্বাসের ভিতর আসে বিষের বাতাস
চোখে মুখে হতাশা আর ভয়ের রেখা প্রকট হয়ে।
সমুদ্রের গভীরতা জুড়ে রয়েছে মানুষের বিষণ্ণতা
আগামী সভ্যতার ইতিহাসে অমরত্ব বন্দীদশা।