নীল প্রজাপতির ডানা মেলে উড়ে যায় স্মৃতির বিলোচিত অবগাহনের অধ্যায়
কেউ থাকে না মানুষকে শেষ মুহূর্ত পর্যন্ত সাঙ্গ দেওয়ার
পরম করুনাময় অভিমানের পর শান্ত শিষ্ট পরিবেশ একান্ত আপন মনে হয়।
এই জন্ম সত্য এই মৃত্যু সত্য
জন্ম একদিন মৃত্যুকে ছুঁয়ে যায় মানুষের ধমনীতে বিষাক্ত রক্তের মহাসাগর মিলিয়ে।