সোনালী রোদ এঁকে দেয় সূর্য সম্ভার
সমুদ্রের ন্যায় এই উৎকন্ঠা অবকাশ
ব্যাকুলতার ভাষা নেই উল্লাস
কি মনে হয় শৈশব মিষ্টাচার।
দাফনের যুগ আসে পৃথিবীতে
মানুষ থাকে না
সাফল্যের সিঁড়ি বড়ই ভয়ঙ্কর
মানুষ উঠতে পারে না সেই সিঁড়ি বেয়ে উপরে।