কিছু চাইনি আমি
চেয়েছি মানুষের মতো মানুষ হতে
কিন্তু কোথাও যেন খামতি থেকে গেছে।
সমস্ত সুন্দর ফুলের খামতি থাকে
যেমন -------
সব ফুলের কুঁড়িতে ফুল ফোঁটে না
তেমন খামতি আছে আমার।
মানুষের কথা ভাবছি শুধুই মানুষের কথা
ফুলের কথা ভাবছি শুধুই ঝরে যাওয়া ফুলের কথা।