মেঘেদের জেলখানায় বন্দী হয়ে
রঙ মিছিল বের হয় শহরের পথে পথে
ছিন্নভিন্ন ছেঁড়া টেলিগ্রাফের তার হতে
পরিচয় ধুলোয় মেশে মোহনায়  অবস্থিত নদীর কূলে।

••• অভিজিৎ হালদার •••