নীল আকাশের নিচে বসে আছি নিরালায়
নেই কোনো আক্ষেপ নেই কোনো অজুহাত।
অপেক্ষার প্রহরে দাবিদার কেউ নেই
ঠিকানাহীন সংগ্রামের কোনো মুক্তি থাকে না
এই শহরের মস্ত বিষাদের যামানায়।