মানুষের ভিতর মনুষত্ব নেই
অগ্নিযুদ্ধে হেরে গেছে মানুষ।
আত্মবিশ্বাসের পরিবর্তে উঠে আসে বুকফাটা আর্তনাদ শুধু মানুষের।
তবুও মানুষের কোনো দ্বিধা নেই আক্ষেপ নেই
নেই কোনো প্রবঞ্চনা।

•• অভিজিৎ হালদার ••