পাখিদের ডানা মেলে উড়ছি স্বপ্নের আকাশে
কিন্তু আমার কোনো ডানা নেই  !
জাহাজের মাস্তুলের প্রদীপে যখন জ্বলে ওঠে আলো
ঠিক তখন আমি হৃদয়ের পথিক হই মরুভূমির জলদস্যুর মতো।
একটি বেহিসেবী রাতের অন্ধকারে উধাও হওয়া পুরুষের বেদনা আর আগামী পথচলা সমস্ত কিছুই নীরব সরলরেখা টানে। আমার হৃদয়ে।

••• অভিজিৎ হালদার •••