আলোর মিছিলে হেঁটেছি একা
আগামীর শপথে।
হৃদয়ের গল্পে জমে আছে ধূলিকণা অনুরিক্ত
তবুও নিরাশা নেই বিবেকের কারাবাসে।
শূন্যতা আর পরিপূর্ণতা মিলেমিশে গড়েছি
এই পৃথিবীর চলার পথকে।

••• অভিজিৎ হালদার •••