রাতের রাজত্ব
দূরত্ব বাড়ায় মানুষে মানুষে
ঝড়ের রাতে ভেঙে যাওয়া গাছের দৈর্ঘ্য জূড়ে
আমি বিষাদ মাপি চোখের সমীকরণে।
একটি বেহিসেবী রাতের উপর এলোমেলো স্বপ্নের আঙিনায়
আমি নেই মৃতব্যয়িতার নিয়মে।

••• অভিজিৎ হালদার •••