দিন আর রাত্রির বিভেদ মিলেমিশে একাকার
আত্মত্যাগের বিনিময়ে নিভে গেছে সমুদ্রগামী জাহাজের মাস্তুলের দীপ
তবুও জীবনের কারিগর হয়ে
জীবন গড়ি জীবনের নিয়মে।

••• অভিজিৎ হালদার •••