হারিয়ে যাওয়া জীবনে
কোনো অতীত নেই অতিরিক্ত বিহীর্ন
বাষ্পদের মেঘ হয়ে উড়ে যাওয়া
এখন সমস্ত কিছুই নিতান্ত অতীত
তবুও আমি জীবনের পথে থেকেছি জীবন গড়ার কারিগর হয়ে ।

••• অভিজিৎ হালদার •••