একটি সংগ্রাম ‌আত্মগৌরবে
আমি বেঁচে আছি ঝরে যাওয়া ফুলের নিঃশ্চুপ আর্তনাদে।
পাশাপাশি কেউ নেই দুর্বল হৃদয়ের সন্নিকটে
তবুও বলতে হয়
নেই এর ভিতরে আমি আছি
নেই এর ভিতর নীরব হয়ে।

••• অভিজিৎ হালদার •••