চোখের ভিতর চোখ জমে
মেঘের ভিতর মেঘ
এই শহরে বৃষ্টি আসুক
ভিজুক দুটি চোখ।
তবুও বেঁচে থাকার আনন্দে
শান্তির মিছিল হোক ।

••• অভিজিৎ হালদার •••