সময় চলে যায়
নীরব রাতের আলোয় বারুদের গন্ধ ভেসে আসে
আলোর বেদনা হৃদয়ের ভিতর যন্ত্রণা দিয়ে যায়।
আমি ভেঙে চুরে একাকার
তবুও  কখনও অভিযোগ করিনি জীবনের বেহিসেবী সংগ্রামে।

•••• অভিজিৎ হালদার ••••