একটি বিষাক্ত রাত্রির মতো নীরব
আলোর মিছিলে একান্ত প্রজ্বলিত নক্ষত্রের বেদনায়
জর্জরিত ।
আমি -
আলোর বিচ্ছুরণে প্রতিচ্ছায়া এঁকে যায় আগামী দিবালোকে ।

•••• অভিজিৎ হালদার ••••