আমার কলঙ্ক নেই শূন্যতার ভিতর
আমি দিকহারা এক ভ্রান্ত পথিক।
তোমাকে ছাড়িয়ে গেছি নিদ্রাহীন চোখে স্বপ্নের বীজ বুনে
তবুও পাইনি এই পৃথিবীতে অচিন্ত্যপুরে ।

•••• অভিজিৎ হালদার ••••