পাখি ফিরে আসেনি ঘরে
শব্দ মিছিলের পদধ্বনিতে বুকের ভিতর শূন্যতা বাজে।
যে কথা'গুলো মানুষ চিনতে ভুল করেছিল
সেই কথাগুলোর আজ ইতিহাস লেখে।
পাখি ফিরে আসেনি ঘরে
আকাশের বিপরীতে খুঁজেছি ছায়াপথের বিকীর্ণ সমাজ
আর তার ভিতরেই মানুষের অস্তিত্বটিকে।
••• অভিজিৎ হালদার •••