একটি কবিতার জন্য -----
এই সমস্ত আবেগ অনুভূতি,প্রেম, বেদনা, দুঃখ, বঞ্চনা, সহানুভূতি ।
যদি এই কবিতা না থাকতো তবে কেমন হতো!
ভারসাম্যহীন মস্তিষ্ক আর ঝড়ে উড়ে যাওয়া খড়কুটোর মতো সমাজ বেড়ে উঠতো।
এই কবিতার জন্ম হয়েছিল কোনো এক জড়াজীর্ণ অতীতের রক্ত চিহ্নে।
তবুও কবিতা কবিতার পথে
মানুষ মানুষের পথে কিংবা কবিতার পথে এগিয়ে চলেছে বিষণ্ণতা হৃদয়ে পুষে।
••• অভিজিৎ হালদার •••