পথে পথে আগামীর আলো
চিরবশ্যতার শপথ।
দাবিহীন পথে নেমেছি - অধিকার চাইতে নয়
অধিকার ছিনিয়ে নিতে।
পায়ে পায়ে যুদ্ধ
পায়ে পায়ে আগামী
তবুও বেঁচে আছি বিরহের আগুনে দগ্ধ হওয়া হৃদপিন্ডের আলোয়।

••• অভিজিৎ হালদার •••