অনন্ত জাগে প্রতিবাদের মিছিলে
শপথ নেওয়া কিংবদন্তীর।
হাতের শুষ্ক রেখা বিপ্লবের পথে
প্রতিটি নতুন সময়কে চিনিয়ে দেয়।
জীবনমুখী বদলার সীমানা ছাড়িয়ে
একশো একটি যুবকের হৃদপিন্ড এগিয়ে আসে।

অনন্ত জাগে বছরের পর বছর
কচিপাতার জল খসলে জীর্ণ মতবাদ মাথা তুলে জেগে ওঠে।
বিপ্লবের সময় এগিয়ে আসে
রক্তের নদী শুকিয়ে দফায় দফায় ফুলের বর্ষা আসে।
জীবনমুখী যুবকের চলার পথ ধরে
আরো অজস্র যুবকের হৃদপিন্ড এগিয়ে আসে।।

© Copyright Reserved
      Abhijit Halder
        13.12.2023