অনেকগুলো দিন পেরিয়ে আজো নিস্তব্ধ
একটি বৃষ্টি আসার অপেক্ষায়
আমাদের দেখা করার কথা ছিল সবুজ মাঠের ভেজা ঘাসের উপর
অথচ তোমার খুব সর্দি শরীর খারাপ।
মেঘেদের জন্য ঘুরে বেড়িয়ে নীরব হয়েছে আকাশ
বাস্তবতা আছে নদীর মুখে তীব্র দহনের যে জ্বালা তার পরিণতি কতটা ভয়ঙ্কর তা জানা নেই
অথচ আমাদের দুচোখ বেয়ে যাওয়া অশ্রুর বারিধারায় মিশে আছে বহু ক্ষোভ ও অভিমানে।