আমি আলোর পথে যায়নি
একান্ত নীরব মুহুর্তগুলো দুচোখে শ্রাবণ মেঘের বৃষ্টি হয়ে ধুয়ে গেছে পুরানো স্মৃতির রাত্রে।
কবিতা লিখে শব্দের বিদ্রোহ ঘটেছে আজ অন্ধকারের মিছিলে
গোলাপের সুরভী শুকিয়ে যাওয়া বেদনার উত্তাপে নিষিক্ত পরাগরেণুর ফুলের গর্ভাশয়ে ওঁতপেতে থাকা সূর্য দীঘল কালো চুলের দাগে দাগে দাঁড়িয়ে থাকা ব্যর্থ প্রেমিকের মনের শীতল স্পর্শে।

কোনোদিন ভাবিনি প্রেমিক হতে
প্রেমিক চোখে দেখিনি পৃথিবীর কোনোকিছুকে
তাসের ঘর ছাড়িয়ে শীতল রক্তে মনুষ্যত্ব ছাপ জরুরি
শুকিয়ে যাওয়া নদীর দুকূল ছাপিয়ে বর্ষার জলে ডুববো বলে হাতের রেখায় মুঠোভরা রোদ মুছে যায় তোমার দুঃখগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে।

আমি আলোর পথে যায়নি এগিয়ে মানুষকে অসহায়ত্বের ভিতর একাকী ফেলে
আমার সম্পূর্ণ হৃদয়ের গভীরে ডুবে যায় মানুষের বয়স জানান দেয় মানুষকে আমি আছি চোখের ভাষা মুখে ফুটিয়ে তুলতে।‌।


© Copyright Reserved
     Abhijit Halder
      03.05.2024