একটি স্বপ্ন যা হাতের মুঠোয় নিয়ে ঘুরি দেশ হতে প্রান্তর
অভিনয় নয় বাস্তব, জীবন বাড়বাড়ন্ত
শপথ বাড় বাড়ন্ত - আগামী বাড়বাড়ন্ত
বিবেকের বিরুদ্ধে যাচ্ছি না, কিছু মানছি না
ভুল সবই ভুল।
অতীতের চেয়েও তীব্র প্রতিশোধের আগুন প্রতিশোধ
আর স্বপ্ন জয়ের পথে ধীরে ধীরে দুরন্তপনা।