হাতে হাতে বেঁচে থাকার মন্ত্র
হাতে হাতে গড়া স্বপ্ন, চোখে আঁকা নতুন ভোর,
বাঁচার মন্ত্র হাতে ধরা, ভাঙবে আঁধার ঘোর।
প্রতিটি শ্বাস, প্রতিটি ক্ষণ, জীবনের জয়গান,
একসাথে পথ চলা, মুছে যাবে অভিমান।
বিদ্রোহী হৃদয়ের গভীরতায় আগামীর শপথ
বিদ্রোহী হৃদয় কাঁপে, অন্যায়ের প্রতিবাদে,
আগামীর শপথ জাগে, স্বপ্নের আহ্বানে।
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো হাতে হাত,
নতুন সূর্য উঠবে দেখো, ভাঙবে রাতের সাথ।
হাতে হাত রেখে চলি, স্বপ্নের পথে অবিচল,
দুঃখের মেঘ সরিয়ে, আনবো সোনালী সকাল।
বিদ্রোহী হৃদয়ের স্পন্দন, নতুন যুগের ডাক,
একসাথে গড়বো মোরা, সুন্দর এক ঝাঁক।।