একটি মনের গভীরে লুকিয়ে আছে বেহিসেবী অস্তিত্ব
হলুদ প্রজাপতির ডানায় রোদ জমে নির্মল।
কেউ পারেনি উন্নত চেতনার ভিতে শূন্যতা ছড়িয়ে দিতে
চোট খাওয়া হৃদয়ে প্রেম প্রেমহীন সংভ্রারন্তা।