একটি কবিতা পরিয়ে আমাদের চলার পথে তীব্র সংকট
হৃদয়ের গভীরে ডুবে যাওয়া লঞ্চটির খোঁজ কেউ রাখে না
মরুভূমির মরীচিকার কত যাববর পথ হারিয়ে নিখোঁজ হয় তার ঠিকানা কেউ পায় না
অজস্র প্রেমিক প্রেমের পথে এগিয়ে গেলেও কেউ তাঁদের প্রেমিকা হতে চাইনা।
বিনিদ্র রজনীর প্রাক্কালে জেনেছি বহুকিছু
জীবনের আর্তনাদ অতি ভয়ঙ্কর
মৃত চোখে স্বপ্ন মৃত হয়
মানুষের অধিকারের প্রশ্নে অনিশ্চয়তা থাকে
নীলচে দহনের জোয়ারে ভেসে যায় হৃদয়ের অপমৃত্যুয় ছায়া।

ছাড়পত্র পায়নি মানুষ
শূন্যতার সাহারায় ডুবে থাকে অতীত কাল ধরে।
রক্তের নেশা বড়ই তিক্ততা ভয়ঙ্কর
নয়নের জলে ধুয়ে যায় সমস্ত প্রেম সমস্ত ভালোবাসা এমনকি অজস্র পথের চিহ্ন।
নতুনের রঙ রাঙিয়ে পেরিয়ে যায় বহু সংগ্রাম
কতটা সময়ের ভিতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেনীল রঙ
তার হিসেব নেই - এতটা বিশ্বাস নেই মানুষের
মানুষ মানুষের চিনতে ভুল করে
শিখনের শব্দতরঙ্গে বাদ পরে যায় আমি কিংবা তুমি নামখানা
অবশেষে আর কিছুই অবশিষ্ট থাকে না।।