একটি ফুল ফুটুক আজ বসন্ত পেরিয়ে
অভাগী রাতের অন্ধকার বিলিয়ে।
কঠিন পথের সরল সমীকরণে দেখছি রাজত্ব
ধুলিসাৎ আত্মাহুতির অবসাদে চোখ মিলিয়ে।