একটি বৃষ্টি উপহার দিয়েছি তোমাকে
দিনের শেষে রাতের প্রারম্ভে।
একটি কবিতা লিখেছি নির্জলা দুপুরে শুধু তোমার জন্যে
শত কাজের ব্যস্ততার ভিড়েও।
একটি ফুল রেখেছিল কাঁচের ফুলদানিতে
তোমাকে দেবো বলে
একটি কথা জমিয়ে রেখেছি হৃদয়ের গভীরে
তোমাকে জানাবো বলে।
শুধু তুমি আমাকে এক আকাশ মেঘ পাঠিয়েও চোখের রজনী মেলে
তবে আমি তোমাকে একটি বৃষ্টির দিন উপহার দেবো তীব্র দহনের জ্বলনে।