একটি বৃষ্টি দিয়েছে বিষণ্ণতা আমাকে
বহুদূর থেকে।
যেদিন রাতে জ্বরের পারদ থার্মোমিটারে‌ ছুঁয়ে গিয়েছিল একশো দুই ডিগ্রি
তখন তোমায় বেশি মনে পড়েছিল
হয়তো বা এও অস্বীকার করা যায় না যে তোমাকে আধেও মনে পড়েছিল কিনা!
কয়েকটি দিন কেটে যাওয়ার পর যখন থার্মোমিটারের পারদ স্তর একশো দুই ডিগ্রি থেকে শরীরের সহনশীলতায় এসেছিল তখন আমি নিজেকে একটা আস্ত বোকা মনে করেছিলাম।

একটি বৃষ্টি দিয়েছে বিষণ্ণতা আমাকে বহুদুর থেকে।
চোখের জলের উচ্ছলতা বেড়ে গিয়ে যখন তোমাকে বেশি মনে পড়ে তখন হয়তো ভাবি তুমি নামক প্রাণীটি আমি বাল্যকালে স্কুলের বইতে পড়েছিলাম।
এখন কোনোকিছুই আর মনে হয় না
চিরকাল কোনোকিছুই অক্ষত থাকে না
ক্ষয়ের ভিতর যে ক্ষয় তা শত শত যুবকের মৃত্যু পেরিয়ে যেদিন পূর্ব আকাশের কোণ বেয়ে অঝোর ধারায় বৃষ্টি এসে এই শহরের রাজপথে প্রতিটি প্রেমিকাকে ভিজিয়ে ছিল তখন সে বৃষ্টি বিষণ্ণতার থেকেও ভয়ঙ্কর
সে বৃষ্টি ভয়ঙ্কর সে বৃষ্টি প্রেমিকা হত্যার
সে বৃষ্টি দূরত্বের সে বৃষ্টি অচেনা উপহার।।

© Copyright Reserved
      Abhijit Halder
      11.06.2024