একটি অপরাধ পেরিয়ে গেছি শূন্যতা ছুঁয়ে
মুঠো মুঠো বিষণ্ণতার রোদ্দুর মেঘে
চোখ খুলেছি একান্ত নীরবে।