আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি চেয়েছি
অসংখ্য ঝড়ের রাতে রাত্রি কাটিয়ে এসেছি
কেউ কোথাও থাকে না ভালোবাসার সান্ত্বনা নিয়ে
নিস্তব্ধ পথ হেঁটে যাওয়া শুধু
আর নৌকার পালে পালে জীবিত হয় অতীত জীবন।