আকাশের দিকে তাকিয়ে আছি অনন্তকাল
বৃষ্টি চেয়েছি বলে।
দিন রাত্রি পেরিয়ে গেলেও কেউ আসেনি দুচোখে আশার আলো ভরাতে।
নিষিদ্ধ হৃদয়ের এলোমেলো বিশুদ্ধ বাতাসে উড়ে গেছে স্বপ্নের ঘর
ছেড়ে যাওয়া পথে হতাশার চিহ্ন এঁকে যায় স্মৃতিচিহ্ন আর অতীত।
আকাশের দিকে তাকিয়ে আছি অনন্তকাল
বৃষ্টি চেয়েছি বলে।
বৃষ্টির জন্য সমস্ত ত্যাগ মেনে মাথা নত করেছি
সংগ্রামী হয়ে।