চোখের ছায়ায় দূরত্ব মুছে
এগিয়ে যায় আমরা আলোকের পথে।
যে পাখি সবে মাত্র উড়ে গেল অঢের বেদনা হৃদয়ে নিয়ে
সে পাখি আর কখনো নীড়ে ফিরবে না!
সমস্ত অভিমান বিসর্জনের চেয়েও তীব্র শোকে মনুষ্যত্বহীনতার পরিচয় ভুলে সে পাখি নিজের পথে এগিয়ে যায়
যে পথে আলোকবর্ষের দূরত্বকেও হার মানিয়ে চলে যায় বহু দূরে
সে পাখি আর ফেরে না মুক্ত আকাশের চত্বরে।

চোখের ছায়ায় দূরত্ব মুছে
এগিয়ে যায় আমরা আলোকের পথে।
মানুষের নিঃশ্বাসে বিশ্বাসে বিলীন হয় অজস্র অভিমানী প্রাণীর দূরত্ব।
যে পাখি উড়ে যায় বেদনা হদয়ে নিয়ে
সেপাখিকে খুঁজে পাওয়া যায় না খোলা আকাশের মুক্ত চত্বরে !
মনুষ্যত্বহীন সমাজে আমরা দাসত্বের কারিগর
কিছুটা অজুহাত কিছুটা নীলচে দহনের জীবন সংগ্রামের ইতিহাসে জয়ী হতে চাই
তবুও কি মানুষ জয়ী হতে পারে !
কেননা মানুষের হৃদয়ে নেই প্রেম
মানুষের নেই চরিত্র
মেরুদন্ড প্রাণীর চরিত্র বোঝা বড় দায় !
চোখের ভিতর স্বাধীনতার অবসাদ আমাদের
দেশে দেশে উড়ছে ফানুস রঙবেরঙের
তবুও ফানুস ওড়ানো মনষ্যত্বহীনতাদের কাজ।।


©Copyright Reserved
   Abhijit Halder
    09.12.2023