ভুলে ভরা কবিতা
আলোর উৎসব আর পথের চিহ্ন
ধূলিসাৎ হয় সময়। শেষমেশ থাকে না কানাকড়িও
অবশিষ্ট জীবনের খুঁটিনাটি খোরাক এই নিয়েই বেঁচে থাকা আমাদের।
ভাবনার ভিতরেও ভাবনারা পরিচ্ছন্ন রঙের কারিগর।
হিসেব রাখে না শিল্পী তাঁর প্রতিভার কদর
বেরঙীন পৃথিবীর মানচিত্রে এঁকেছি রঙীন পর্বতমালা
ঠিক তার নিচে সুন্দর গ্রাম পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর জল যেন মনে হয় মানুষের শিরা উপশিরায় বয়ে যাওয়া শুদ্ধ রক্তের স্রোত।

এ ভারতবর্ষ আমাদের
এ ভারতবর্ষ তোমাদেরও
যারা ভালোবাসতে জানে একমাত্র তাঁদের জন্যই এই ভারতবর্ষ।
এ মাটি ভারতবর্ষের এ স্বাধীনতা ভারতের
তবুও মানুষ এগিয়ে যায় এখনও থেমে যায় জীবনের পথে চলতে গিয়ে।
ভুলে ভরা কবিতা
আলোর উৎসব আর ছায়ার অনুতাপ ঘিরে
মানুষের জীবন সংগ্রামের ইতিহাস তৈরী হতে সময় লাগে ঢের
আধাঁরের অগ্নিযুগ পেরিয়ে স্বাধীনতা একসময় আসে
তবুও এ দগ্ধ কবিতা মানুষের জন্য
এ ভারতবর্ষ মানুষের জন্য।
কবিতার শব্দ বুনে স্বপ্ন হয় রঙীন
মানুষের জন্য ভালোবাসা আর মানুষ মানুষের জন্য বেঁচে থাকা
তবুও মানুষের বিরুদ্ধে সেই মানুষ এগিয়ে চলে।
তাই এ কবিতা ভুলে ভরা
আলো আধাঁরের উৎসব পথের চিহ্ন হৃদয়ের অনুতাপ দিয়ে পূর্ণ ও অপূর্ণতার সংশয়।।


Copyright Reserved
  Abhijit Halder
08.12.2023