চাতকের মতো জীবন আমাদের
চাতকের মতো চেয়ে থাকা।
চোখের ভিতর স্বাধীনতার স্বপ্ন জীবন্ত
আর হৃদয়ের ভিতর বিশ্বযুদ্ধ বাড়ন্ত।
এ জীবন চাতক পাখির মতো হতাশার
এ জীবন উষ্ণ মরুভূমির মতো অবমাননার।
আমরা সত্যের পথে চলি না সত্যের পথে চলতে পারি না
এজন্যই সত্য আমাদের চেয়ে বহুদূরে চলে যায়
সেখান থেকে তাকে কখনোই ফিরিয়ে আনা যায় না।

চাতকের মতো জীবন আমাদের
চাতকের মতো চেয়ে থাকা।
মনে মনে পৃথিবী ছেড়ে বহুদূরে চলে গেছি
জীবনকে পিছনে ফেলে।
কবিতার জন্য পৃথিবীর সমস্ত মায়া হৃদয়ের জমিনে চাষ করেও
মেলেনি সুরাহা মেলেনি ভালোবাসার অধিকার!!
বিধর্মীদের পথে যারা হেঁটে যায় তাঁরা পৃথিবীর পথে ফিরে আসে না আর!!
চাতক পাখির সময়ের শেষে রেখে যায় শেষ চিহ্ন
হয়তো তাঁর হৃদয়ের ভিতর যে একানব্বইটি জীবিত স্বপ্ন ছিল এতকাল
তা মরে গেলে রেখে যেতো চিরকাল।
আমাদের জীবন তো চাতক পাখির মতো
আমাদের মৃত্যুর পর হয়তো একানব্বইটি জীবিত স্বপ্ন মৃত হয়ে পড়ে থাকবে শেষ স্মৃতি চিহ্ন হিসেবে।।


Copyright Reserved
Abhijit Halder
06.12.2023