কিছু চাইনি আমি
চেয়েছি মানুষের মতো মানুষ হতে
কিন্তু কোথাও যেন খামতি থেকে গেছে।
সমস্ত সুন্দর ফুলের খামতি থাকে
যেমন -------
সব ফুলের কুঁড়িতে ফুল ফোঁটে না
তেমন খামতি আছে আমার।
মানুষের কথা ভাবছি শুধুই মানুষের কথা
ফুলের কথা ভাবছি শুধুই ঝরে যাওয়া ফুলের কথা।

সন্ধ্যা বেলা যে পাখি নীড়ে ফিরে আসে না
সেই পাখির চলার পথে আমার চোখ পথ খুঁজতে চাই
তবুও সে পথ খুঁজে পাওয়া যায় না!
পাহাড়ের চেয়েও দুর্গম সেপথ।
প্রতিটি ডিসেম্বরের মতো বেদনাদায়ক সময় হিমালয়ের হিমযুগ হৃদয়ে আঘাত হানে বিচ্ছেদের চেয়েও তীব্র।
একসময় তোমরা পাখি শিকার করেছো
এখন এই পাখি শিকার তীব্র নিন্দার তীব্র মনুষ্যত্বহীনতার
তবুও যদি পাখি হতাম , শিকার হতাম কোনো শিকারীর হাতে
তবে আমাকে নিয়েও তীব্র ঝড় উঠতো পাখির হত্যার ওরফে আমার হত্যার
এমনকি তীব্র নিন্দার ও মনুষ্যত্বহীনতার বিপরীতে আমি একজন ভালো মানুষ হতে পারতাম।‌।


Copyright Reserved
  Abhijit Halder
   05.12.2023