নদীর মতো হতে চেয়েছি কিংবা
পাখির মতো হতে চেয়েছি
কিন্ত এর মধ্যে কোনোটাই হতে পারিনি আমি।
নদী বয়ে চলে আপন মনে
পাখি উড়ে যায় মনের খুশিতে
তবুও উভয়ের মধ্যে সীমাবদ্ধতা থাকে।

পথে চলার যে অনিশ্চিত অবকাশ আমাদের
তা মানুষের জনমিছিলে শেষ প্রতিবাদ গড়ে না
হয়তো চাষের খেতে অধিক গোলাপ ফোটে না
কিংবা নদীর জল শুকিয়ে গিয়ে শেষমেষ শুকোয় না।

আমরা মানুষ ভালোবাসার কথা বুঝেও বুঝি না
প্রকৃতির সাথে শত্রুতা গড়ে তুলি প্রতিনিয়ত
স্বপ্নের হয়তো হৃদয় ভেঙে যায়
মানুষের চরিত্র বদলে।

নদীর মতো হতে চেয়েছি কিংবা
পাখির মতো হতে চেয়েছি
কিন্তু এর মধ্যে কোনোটাই হতে পারিনি আমি।
যেমন শহরের পথে অচেনা অজানা মানুষের পরিচয় জানা যায় না
ঠিক অজস্র হৃদয়ের গভীরে যে ভালোবাসা থাকে তা পূর্ণতা পায় না।
রাতের অন্ধকারে যে জীবন্ত ছায়া বিলীন হয়ে যায়
তার চলার পথ খুঁজে পাওয়া যায় না।
মানুষের জন্য সমস্ত ভালোবাসা মরে যায়
ক্ষয়ে যায় নিলাম হয় পৃথিবীর সাথে
তারপর অবশেষে ভালোবাসা পড়ে থাকে পৃথিবীর অচেনা অজানা পথে পথে।।

Copyright Reserved
   Abhijit Halder
  04.12.2023