নীরবে বয়ে যায় সময়
আমাদের একান্ত জীবন চঞ্চল।
মরুভূমির মতো উষ্ণ হৃদয়
তার ভিতর অবকাশের সংশয় রয়েছে
জাহাজের মাস্তুলে বিজয়ের পতাকা ওড়ে আকাশের দিকে লক্ষ্য রেখে
কি হতে কি হয়ে যায় তার ঠিক ঠিকানা নেই চিরস্থায়ী!
কবিতার শব্দ আর সিনেমার চরিত্র সময়ে সময়ে পথ বদলায়।
নীল প্রজাপতির ডানা মেলে উড়ে যায় স্মৃতির বিলোচিত অবগাহনের অধ্যায়
কেউ থাকে না মানুষকে শেষ মুহূর্ত পর্যন্ত সাঙ্গ দেওয়ার
পরম করুনাময় অভিমানের পর শান্ত শিষ্ট পরিবেশ একান্ত আপন মনে হয়।
এই জন্ম সত্য এই মৃত্যু সত্য
জন্ম একদিন মৃত্যুকে ছুঁয়ে যায় মানুষের ধমনীতে বিষাক্ত রক্তের মহাসাগর মিলিয়ে।
বিষণ্ণতার রোদে পুড়ে ছাই হয় পথিকের হৃদপিন্ড
তবুও আজীবন মানুষের যে ভালোবাসা তা রয়ে যায় কয়েক শতাব্দী ধরে
তারপর কোনো এক শীত কালে শিশিরে ধুয়ে যায় ভালোবাসা।
মানুষ হারিয়ে পাখি জন্ম আসে দেশে দেশে উড়ে যাওয়ার জন্য
আর তারপর থাকে না কোনো স্মৃতির দিগন্ত নীলাকাশ অনুভূতির অজস্র পাহাড়।।
© Copyright Reserved
Abhijit Halder
01.12.2023