যদি গাছেদের কথা বলি গাছেদের সাথে
যদি মানুষের কথা বলি মানুষের সাথে
তবে -----
ঝরে যায় গাছেদের পাতা
ভেঙে যায় মানুষের হৃদপিণ্ড।

শূন্যের হাত পূর্ণ করতে
পূর্ণের হাত শূন্য করতে

সে
ছে
হেমন্ত। অনভিজ্ঞ রাতের ইতিহাস।
হে অনুচর অসম্মতি নেই পিছে যাওয়ার
রাশি রাশি অজন্ম ক্ষোভ আন্দাজে বেড়ে ওঠে
গাছেদের হৃদয়ে
মানুষের হৃদয়ে।

    ২৯.০৮.২০২৩
Copyright Reserved