যদি গাছেদের কথা বলি গাছেদের সাথে
যদি মানুষের কথা বলি মানুষের সাথে
তবে -----
ঝরে যায় গাছেদের পাতা
ভেঙে যায় মানুষের হৃদপিণ্ড।
শূন্যের হাত পূর্ণ করতে
পূর্ণের হাত শূন্য করতে
এ
সে
ছে
হেমন্ত। অনভিজ্ঞ রাতের ইতিহাস।
হে অনুচর অসম্মতি নেই পিছে যাওয়ার
রাশি রাশি অজন্ম ক্ষোভ আন্দাজে বেড়ে ওঠে
গাছেদের হৃদয়ে
মানুষের হৃদয়ে।
২৯.০৮.২০২৩
Copyright Reserved