সময়ের সাথে বয়ে যায় জীবন
আলোর উৎসব আর ছায়ার অনুতাপ রাত্রি যাপন আমাদের
দেশে দেশে ঘুরে দাঁড়ানোর শপত মানুষের
আর ঠিকানা অতীত একান্ত ব্যক্তিগত অনুসিদ্ধান্ত।
অগ্নিযুগ পেরিয়ে গেছে রংধনু দৃশ্যমান আকাশে
মানুষের জীবন পরিচয়ে সমাপ্তি ঘটে
নীরবে ঝরে যাওয়া ফুলের সুবাসে ভরে যায় স্মৃতির বিলোচিত অবগাহন সহিষ্ণুতা।
কেউ কথা রাখে না
সমুদ্রের গতিশীলতা বৃদ্ধি পায় চোখে চোখে শতাব্দীর ময়াল প্রাচীরের মতো কাটে কথা রাখার উষ্ণ উদাসীনতা।
স্বপ্নের ভিতর মুক্তিযুদ্ধের চেতনা
মানুষের চরিত্র নেহাত অন্ধকারের শেষ আলো
হারিয়ে যাওয়া সময়ের পরিসমাপ্তিতে ধরা যায় না আকুতি
মিলেমিশে একাকার রঙের বাহার আর ঘুমের মহড়া।
জোনাকির হৃদপুষ্ট বেয়ে মানুষের নিরপেক্ষতা
চোখের ভিতর অশ্রুর সাগরে ভাসে অসংখ্য দীর্ঘশ্বাসের জাহাজ
তবুও মানুষ এগিয়ে যায় আগামীর পথে
থেমে থাকা নয় জীবন - একান্ত নিজে নিজেই এগিয়ে চলার অপর পরিচয় জীবন।।
© Copyright Reserved
Abhijit Halder
30.11.2023