জন্মধরে ত্যাগ আমাদের
মূর্খতা জীবন
হাত ভরা বিষণ্ণতা অধিক
জলের ওপর উচ্চচাপ চঞ্চল।
মাটির অট্টালিকা শিল্পীর চেতনা জ্ঞান
ক্ষুদ্র ক্ষুদ্র জীবনী জয় হয় অঢেল।
যন্ত্র সভ্যতা এগিয়ে
অতিবৃষ্টিতে ভেসে যায় হৃদয়ের জাহাজ
কোনো বন্দর থাকে না থামার।
তন্দ্রাহীন চোখে বিরহের লেখা প্রকট
থামতে থামতে অলস হয় জীবন
তারপর ব্যর্থ হয় সাফল্যের জয়গান।
অত্যন্ত প্রিয় স্বপ্ন মৃত হয় জীবনকাল ধরে
হাতে থাকে না কোনো নিয়মের সূত্র
পড়ে থাকে শেষে নামহীন অধ্যায় জীবনে।
অন্ধকারে ছায়া দিয়ে ঘেরা আলো
নাম দিয়ে নাম পরিপূর্ণ
আর আমরা জীবনে অপরিপূর্ণ।।
© Copyright Reserved
Abhijit Halder
28.11.2023