মাঠের পর মাঠ শীতের ফসল হাওয়ায় নড়ে
কবিতার জন্ম হয় নতুন শব্দ ও বাক্যে
আমরা কবিতা বুঝি না কিন্তু কবিকে বুঝতে চাই।
হাওয়ার রাতে ফিরে আসে উড়ে যাওয়া গরমের পাখি
অতিথি পাখির ঝাঁক থেকে একটি পাখি পথ ভুলে নিখোঁজ হয়
চোখের ভিতর কষ্ট পুষে রাখা যায় না তা একসময় অশ্রু হয়ে ঝরে পড়ে।
মানুষই জানে মানুষের কথা,চিন্তা,ভাবনা, এমনকি যা জানার তা সবই
নক্ষত্রের নীচে আমাদের বসবাস তবুও দেখা নেই খোঁজখবর নেই একশো শতাব্দীর চেয়েও ঢের বেশি।
দৃষ্টিহীন পথিক পথ ভুলে যায়
চাতক পাখি জলের খোঁজে অতিষ্ট হয়ে পড়ে
গাছে গাছে নতুন পল্লব জন্মানোর অপেক্ষায়
জনহীন শহরের পথে মানুষের ভিড় এসে উপস্থিত হয়
নদী তার গতিপথ পরিবর্তন করে এগিয়ে চলে সাগরের পানে
তবুও কিন্তু আমরা এই অপরিসীম উপলব্ধিতে ধরতে পারি না জীবনের সেইসব অনুরাগ
যে অনুরাগ অপুষ্টতার কারণে অজস্র পথিকের ঘর জ্বলেছিল চৈএ- এর আগুনে
সে আগুনের ছাইয়ের উপর আমাদের মৃত্যুর সমাধি সাধিত হয় মানুষ হারিয়ে যাওয়া সময়ের পরিসমাপ্তিতে।।
© Copyright Reserved
Abhijit Halder
25.11.2023