মৃতের চোখে দেখছি নীল পৃথিবী
আর মৃতপ্রায় মানুষ
মুখের কাছে কথা এসেও ফিরে যায় মানসিক অবসাদে
স্থান নেই থেকে যাওয়ার...!
ভাবনার গভীরে আর ভাবনারা থাকে না
আদিকাল নক্ষত্রের পতন দেখতে দেখতে
আমাদের বয়স ফুরিয়ে এসেছে আশ্রয়দাতা পাখির কাছ থেকে।
যে পাখিটি উড়ে গেলে সমস্তকিছুই একনিমেষে শেষ
থাকে না সেথা কোনো দয়া মায়া অনুনয় বিনয় এমনকি মানিয়ে নেওয়া
পৃথিবীও বলতে পারে না আর একটু থেকে গেলে দোষ কি তাতে
সময়ের কাছে যে সমস্তকিছুই সীমাবদ্ধ
জীবিত কিংবা মৃত সমস্ত নিয়মই যে একটাই একই পথে চলে।

প্রতিশ্রুতি দিয়েও যে প্রতিশ্রুতিগুলো বিসর্জনে স্থান পায়
তার পরিণাম ভিন্ন - মানসিক পীড়া এমনকি আর্তনাদ।
পাখির ডানার মতো ঝরে পড়ে জীবনকাল
যে মুহূর্তগুলো হাওয়াই ভেসেছিল প্রথম সম্মানে
সেই মুহূর্তগুলো জীবন এবং মৃত্যুকে ছুঁয়ে যায় সূর্যসাদৃশ্য শিষ্টাচারে
তারপর পথ পরিবর্তনে একে একে হারিয়ে যায় মুহূর্তগুলো মুহূর্তকাল।।


      © Copyright Reserved
             Abhijit Halder
                22.11.2023