অক্ষর চেতনা আমাদের কৌণিক দূরত্ব
পাশাপাশি তুলনা করা শূন্য
শোষণের ইতিহাস দুর্বলতা আমাদের
ন্যায়ের ভাষা বুঝি না
বুঝি না আত্মমর্যাদা।

মানুষে মানুষে শূন্যতার জোয়ার
বাণভাসী জলে ভেসে যায় হৃদয়
কেউ কথা রাখে না নির্ভয়
কথা রাখতে জানে না
কথা রাখার জন্য আমৃত্যু ক্রোধশূন্যতা মেনে নিতে হয় ;
তা কেউ মেনে নিতে পারে না
এজন্যেই কেউ কথা রাখতে পারে না।

দুঃখিত কবিতা সরলপথে চলে না
বেদনার রঙ মোছে না
মোছা যায় না ! মেনে নিতে হয়
কবিরা মেনে নেয় আমৃত্যু অপরাধ অবমাননা।

দুঃখের ভিতর মানুষের অস্তিত্বের ছাপ
দ্রুতবেগে ব্যর্থতার অধ্যায়ে অস্থায়ী সময় লিখে দেয় একযুগ সময় হারিয়ে যাওয়ার স্মৃতিচারণ ;
মানুষ ভুলে যায় সাফল্যের নিয়ম-নীতি
আর পড়ে থাকে শুধু শেষ স্মৃতিচিহ্নটুকু।।

© Copyright Reserved
     Abhijit Halder
       20.11.2023