আমার চলার রাস্তা থেমে গেছে
রাজপথের কাছে এসে।
রাতারাতি রঙ বদল ইঁটের দেওয়াল রাষ্ট্রশাসন সবই
দেখছি কেবলি চোখের সমুদ্রে উথালপাথাল ঢেউ
হারিয়ে যাচ্ছে মেঘের পানে চেয়ে।
যা হারাবার নয় তা হারিয়ে যাচ্ছে অতিদ্রুত
সারি সারি বিবর্ণ গাছের দীর্ঘ রজনী পেতে
হিম্মতের রাগিণী রাজত্ব মুছে।
তোমরা চাইতে পারোনি পৃথিবীর কাছে টিকে থাকার অধিকার !
সবাই অধিকার চাইতে পারে না
আর অধিকার ছেড়ে দিলে ক্ষমার জন্য পড়ে থাকে
একআকাশ মেঘেঢাকা শূন্যতা।
রঙতুলি হাতে আঁকা ছবি পৃথিবীর নিয়মে চলে না
আর চলে না পৃথিবীর নিয়মে মানুষ
চোখ মেললেই পৃথিবী সুন্দর আর চোখ বুঝলেই সব অন্ধকার
তবুও মানুষ নিঃসঙ্গ যেমন মহাকাশের তারা নিঃসঙ্গ তেমন।
আমার চলার রাস্তা থেমে গেছে
হৃদয়ের মরুভূমির কাছে এসে
আর রাতারাতি বদলে গেছে পৃথিবীর মানচিত্র
আমার শূন্য মনে ভেসে ভেসে।।
© Copyright Reserved
Abhijit Halder
17.11.2023