মনের সাগরে ভাসে জাহাজ
আগুনের যুদ্ধ পরশমণি।
দীর্ঘ বিরতির মুহূর্তে এই বেঁচে থাকা চঞ্চল
বিরুদ্ধের পথচারণ অভাবী হৃদয়ে
স্বপ্নের ভিতর স্বপ্ন হয়ে উড়ে যায় দূরাকাশে।
মানুষের চরিত্রে মানুষ প্রিয়
পাঠকের হৃদয়ে লেখক প্রিয়।
কবিতার শব্দ গুনে আকাশের তারা চঞ্চল
তবুও মনে কবিতার শব্দ নিঃসঙ্গ।
উড়ে উড়ে যাওয়া সময়
ধ্রুবতারার মতো উবে যায় একতা নিঃশ্বাস ছেড়ে
আর এই একতার নিঃশ্বাস সময়ের নিয়মে পথ ভুলে রঙের চোখে মিছিল আনে প্রতিবাদের বিপরীত।
মনে হয় যুদ্ধের কাহিনী জয় পরাজয়ের অধ্যায়
ফুল ঝরা ভূমির উপর নিয়ন্ত্রণ লিখে দেয়।
মানুষের চরিত্র বদলে মানুষ বিচিত্র সুন্দর
আর কবিতার জন্য শব্দের অর্থ বোঝা যায়।
চোখের ছায়ার দূরত্ব মুছে আলোর প্রদীপ জ্বলে ঘরে ঘরে
সম্পূর্ণ হৃদয়ের গভীরে ডুবে যাওয়া অবকাশের সমীকরণে
কয়েকটি প্রাণী অস্থায়ী জীবাশ্মে পরিণত হয়।।
© Copyright Reserved
Abhijit Halder
12.11.2023