কবিতা লিখতে লিখতে সময় হয়ে যাবে শেষ
তবুও কবিতা শেষ হবে না
নিদির্ষ্ট ঋতুতে গাছেদের পাতা ঝরে গেলেও
আবার নিদির্ষ্ট ঋতুতে নতুন পল্লব জন্মাবে...
আর যে গাছে নতুন পল্লব জন্মাবে না
সে গাছ মৃত জড়তা আর কিছু সময়ের স্থিরতা।
চোখে চোখে অবগাহনের দৃষ্টি
বনফুল শুভেচ্ছা ভাঙা হৃদয় দলবদল
কেউ চেয়ে দেখবে না...?
কবিতার শব্দে কবিতা পূর্ণতা পেতে চাই
সব কবিতা পূর্ণতা পায় না
কিছু কিছু কবিতা দুঃখের মহাসাগরে ভেসে যায় অনন্তকাল।
সুতোয় গাঁথা পৃথিবী কাঠিন্য
যে পাখি উড়তে উড়তে একসময় গাছের গালে বসে
সে পাখি পথ ভুলেছে মানুষের দেওয়া আতঙ্কে।
কাজল কালো বর্ণ ভীরুতা মানুষের
মনের গভীরে যুদ্ধ যুদ্ধ অভিনয় আর দুর্গম পথ
অজস্র শূন্যস্থান সৃষ্টি হয়ে মানুষ ছলনাময়ী।
সমস্ত কবিতা একদিন ছলনা ছেড়ে ঘুরে দাঁড়িয়ে
মানুষের হাতে হাতে ঘুরে বেড়িয়ে বেঁচে থাকার ইতিহাস লিখবে।।
Copyright Reserved
- Abhijit Halder
11.11.2023