বুকের ভিতর এলিট্রাফ জোন
আবছায়া অন্ধকারের ভিতর থেকে বলে উঠি শুনতে পারছ?
কোনো উত্তর আসে না পৃথিবীর পথে
শিরদাঁড়া ছিঁড়ে একশো ফেরেশতা অবধি এগিয়ে যাই
সন্দেহ নেই নামের নিচে একটি নদী তার প্রবাহে চঞ্চল।
বিষণ্ন শরীরে নয়নের জল কয়েকটি সমুদ্র ছুঁয়ে গেল
আমার শরীরে একুশটি চঞ্চল পাখি মুক্তি পেতে চাই --
আকাশের গা বেয়ে নেমে আসে কয়েকটি ভেজা শালিক
তারাও তাঁদের কথা শোনায় মানুষের সাথে
ভেসে যাওয়া মেঘেদের সাথে।
আমি পৃথিবীর পথে একা হেঁটে চলি
বুকের ভিতর একুশটি চঞ্চল পাখি নিয়ে।
২৭.০৮.২০২৩
Copyright Reserved